জেনে রাখা ভাল
লিভারমানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ও বড় গ্রন্থি। যা পেটের (Abdominal cavity-এর উপরে) ডান দিকে অবস্থিত এবং একে শরীরের ল্যাবরেটরি বলা হয়।লিভারের রোগ হলে বিভিন্ন উপসর্গ দেহে পরিলক্ষিত হয়। তবে সবচেয়ে বেশি উপসর্গপরিলক্ষিত হয় জিহ্বায়। জিহ্বার পরীক্ষা দ্বারা সহজেই লিভারের রোগ বোঝাযায়। যেমন- জিহ্বা হলদে লেপাবৃত হলে পিত্ত সংক্রান্ত রোগ ও নিঃসরণের অভাব; জন্ডিস, পিত্ত পাথুরি, হেপাটাইটিস বি-ভাইরাস প্রভৃতি দেখা যায়। জিহ্বাকালচে লেপাবৃত হলে অত্যন্ত অশুভ এবং তা লিভারের জটিল সমস্যা বোঝায়। ...
Posted Under : Health Tips
Viewed#: 304
আরও দেখুন.

